Subscribe:

Ads 468x60px

Wednesday, January 5, 2011

নিজেই তৈরি করুন ফ্রী অনলাইন টিভি চ্যানেল

আমরা অনেকেই অনলাইন ঢিভি চ্যানেলের সাথে খুব একটা পরিচিত নই। কেননা বাংলাদেশের কম গতিসম্পন্ন ইন্টারনেটের কারনে অনলাইন টিভি চ্যানেলগুলো, এমনকি ভিডিও ঠিকমত দেখা যায় না। তবে বর্তমানে বাংলাদেশে ওয়াইম্যাক্স ও বিভিন্ন দ্রুত গতির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আসায় সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে। তাই এখন আসুন, নিজেরাই তৈরী করি অনলাইন টিভি চ্যানেল!
খুব সহজেই অনলাইনে তৈরী করা যায় নিজের ফ্রী অনলাইন টিভি চ্যানেল। এজন্য প্রথমে WorldTV ওয়েব সাইটে যান। এরপর কিছুক্ষন লোড হওয়ার পর একটি পেইজ আসবে, সেখানে Continue তে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত একটি পেইজ আসবে এবং সেখানে যে ভিডিও গুলো আপনার চ্যানেলে দেখাতে চান সেগুলোর লিংক দিন এবং Next বাটনে ক্লিক করুন।


undefined
পরের ধাপে আপনার চ্যানেলের জন্য পছন্দমত একটি নাম দিন। একটি নাম এভেইলেবল না থাকলে অন্য একটি দিয়ে চেস্টা করুন। এরপর আপনার টিভি চ্যানেলের জন্য লোগো নির্বাচন করে Next এ ক্লিক করুন এবং আপনার ই-মেইল এড্রেস দিন। ব্যাস, আপনার টিভি চ্যানেলটি তৈরি হয়ে গেছে :) সেখান থেকে Next এ ক্লিক করে আপনার এডিটর পেইজে যান এবং প্রয়োজনীয় সেটিংস ঠিক করুন। আপনার ওয়েব সাইটে টিভি চ্যানেল এড করার জন্য এডিটর পেইজের উপরের ট্যাবগুলোর সাহায্য নিন।
Standard অথবা iFrame এমবেড থেকে যেকোন একটি বেছে নিয়ে আপনার সাইটে যুক্ত করতে পারবেন।
undefined
এবার আপনার অনলাইন চ্যানেলটি ভিজিট করে দেখুন আপনার দেয়া ভিডিওগুলো পর্যায়ক্রমে প্লে হচ্ছে। উদাহরন হিসেবে এই টিভি চ্যানেল http://www.bdwebtv.tk ভিজিট করে দেখতে পারেন।
উল্লেখ্য যে এই সাইট থেকে ফ্রী চ্যানেল তৈরি করতে এবং দেখতে দ্রুত গতির ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। এক্ষেত্রে সর্বনিম্ন ১২৮কেবিপিএস গতি হলে ভাল হয়।

পেন ড্রাইভ কে রাখুন সম্পুর্ন নিজের নিয়ন্ত্রনে

প্রিয় ভাই-বোন,
আসুন এবার পেন ড্রাইভ এর সমস্যা সমাধান করি। আমাদের অনেকের এমন অনেক পেন ড্রাইভ রয়েছে যে গুলো তে কোন ফাইল কপি বা সেন্ড করা যায় না। বলে যে write protected.এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। তবে এ ঝামেলা থেকে আজ ই আপনারা মুক্তি পাবেন। কি ? খুশি খুশি লাগছে ??
আসুন শুরু করি । প্রথমেই একটি notepad ওপেন করুন এবং নিচের লিখা টি লিখুন.এরপর এটিকে সেভ করুন Bangladesh.reg নামে।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
আমার মত অলস হলে আপনি ডাউনলোড করে নিতে পারেন :)। মজা করা কে কেউ অন্যভাবে নিবেন না প্লিজ।
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন ডাউনলোড করতে
আবার অনেক সময় পেন ড্রাইভ ডাবল ক্লিক এ খুলতে না চায় না। কন চিন্তা নাই। আপনি নিচের Dos program টি
একটি notepad এ লিখুন এবং সেভ করুন techtunes.bat নামে। এরপর ফাইল টি কে ডাবল ক্লিক করুন
I:
cd\
del *.exe /ah /s /q /f
del *.inf /ah /s /q /f
del “New Folder.exe” /s /q /f
del *.bat /ah /s /f /q
del *.cmd /ah /s /q /f
explorer I:
আমার usb drive “I” .আপনি এখানে আপনার usb drive/ pen drive এর ড্রাইভ লেটার বসিয়ে নিন।
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন ডাউনলোড করতে
ভালো থাকুন, অনেক ভাল।

PC তে বসে, online এ থাকা যে কারো PC কে Shutdown/Restart/Logoff করুন!

Hello বন্ধুগন, আগেই বলে নিশ্চিত অন্যায়কারীকে কেউ ভালবাসে না। অতএব জানার জন্যে জ্ঞান, অজানার জন্যে নয়। তো শুরু করছি: আপনার প্রথমে Broadband High Speed Internet Connection থাকতে হবে। এবং আপনি যার PC কে Shutdown/Restart/Logoff করবেন তার IP Address আপনার জানা থাকতে হবে যেমন কোন না কোন বন্ধুর IP Address তো অবশ্যই জানেন অথবা কোন Cyber Cafe থেকে IP Address Collect করতে পারেন।
আর যে কারো IP Address বাহির করার জন্যে  angry ip scanner 2.41 Software Free Download করে নিতে পারেন। এবং আপনি এটাও বুঝতে পারবেন , সেকি Online এ নাকি Offline এ...
এবার কাজের কথায় আসি :
•প্রথমে আপনি run থেকে cmd যান।
•লিখুন : shutdown -i
•তারপর: Enter(click/press)
•তারপর: একটা dialogue Box আসবে(RSD)
•তারপর: what do you want these computer to do >>Shutdown/Restart/Logoff(যে কোন একটি choose করুন)
•তারপর: Option থেকে (যে কোন একটি choose করুন) যেটা দেয়া আছে সেটি default.
•তারপর: Add এ click. And একটা dialogue Box আসবে। সেখানে IP Address টা বসান যেটি দিয়ে আপনি তার PC কে Shutdown/Restart/Logoff যে কোন একটি করতে চান।
•সবার শেষে Comment করে ok/Enter দিন।
এখন cmd দেখুন: যদি Succeed হয় বুঝবেন তার PC আপনার দেয়া সময় অনুযায়ী Off হবে। আর তখন আপনি না চাইলে লিখুন: shutdown -a
•# আপনি নিজের PC Manually করে দেখতে পারেন।
@ check করুন cmd: shutdown -t
•এটা অনেকে জানেন। যারা জানেন না এটা তাদের জন্যে। আর কাজ ইনশাআল্লাহ হবে।প্রযোজ্য Broadband High Speed Internet Connection..

Tuesday, January 4, 2011

YuoTube থেকে ভিডিও ডাউনলোডের সহজ উপাই


ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব থেকে ভিডিও নামাতে হলে সফটওয়্যারের প্রয়োজন হয়ওয়েবসাইট দেখার মজিলা ফায়ারফক্সের সাহায্যে ইচ্ছে করলে আপনি সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও নামাতে পারেনএ জন্য আপনার ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডারনামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) লাগবে
ঠিকানা থেকে নামিয়ে নিনএবার ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুনএখন ইউটিউবে গিয়ে যেকোনো একটি ভিডিও নামানোর জন্য নির্বাচিত করুনখেয়াল করুন ভিডিওটির নিচে বিভিন্ন ফরম্যাটে নামানোর সুযোগ রয়েছেএখান থেকে পছন্দসই ফরম্যাটে ক্লিক করলেই ভিডিও নামানো যাবে

How to check china mobile IMEI number valid and original?

Last month i.e.; November I came across a news article regarding China Mobiles and the importance of IMEI numbers. So here I provide a method by which you can check whether your phone has a valid and original IMEI number.

Mobile number without or wrong IMEI number are banned accorss
Bangladesh now. Mostly China mobile phone brands like Alkatel, Sigmatel, Spice, Carboonn, GFIVE and many more now provide valid IMEI number.

Check China or any Mobile Phone IMEI Number Validity

1.Press *#06# on your mobile handset and note down the 15 digit IMEI number
2.Compose a new message from your mobile >> Type your 15 digit IMEI number >> Send it to 53232
3.If you get “Success” as the reply, then your mobile IMEI number is valid
4.If you get “Invalid IMEI” as the reply, that means your IMEI number is not valid
5.You are now done.

This will help you to know that your imei number is valid or not.

Monday, January 3, 2011

কম্পিউটারে নিজের তৈরী Calculator ব্যবহার করুন

কম্পিউটারে নিজের তৈরী Calculator ব্যবহার করুন খুব সহজে আর এ সু্যোগ করে দিচ্ছে আপনার নোটপ্যাড।

কিভাবে করবেন তা নিম্নে দেয়া হল

  • ১ম এ নোটপ্যাড ওপেন করুন।
  • এবার নিচের দেয়া কোড গুলো কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন ।
@echo off
title Batch Calculator by Shopno
color 1f
:top
echo ————————————————————–
echo Welcome to Batch Calculator by Shopno
echo ————————————————————–
echo.
set /p sum=
set /a ans=%sum%
echo.
echo = %ans%
echo ————————————————————–
pause
cls
echo Previous Answer: %ans%
goto top
pause
exit
  • এবার File টি  save as ক্লিক করুন। save as type এ all file সিলেক্ট করুন । ফাইল এর নাম  .bat দিয়ে সেভ করুন।
  • এবার ফাইল টি ড্রবল ক্লিক কলে , ডায়লগ বক্স খুলবে সেখানে আপনার সকল প্রকার যোগ ,বিয়োগ, গুন , ভাগ করুন

কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। ৯৫-১৭৭ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবে www.hiren.info/pages/bootcd এই সাইটে।
ইমেজ তৈরী করা: এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারী সকল এ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)। এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in 1 BootCD আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করে এন্টার করুন। পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Server নির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে।
এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে। ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজ করতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Information মাসেজ আসলে Ok করুন। এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন। এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবং Compression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তু তৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজ সাইজ বড় হবে এবং সময় কম লাগবে।) নির্বাচন করে Next করুন। এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।
ইমেজ রিস্টোর করা: যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন। এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন। এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next করুন। এবার যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডো থেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল) নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্ট রেখে Next করুন। এবার Next Selection এ No I do not image করে Proceed বাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহু রিস্টোর হয়ে যাবে।
এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।
সকল সংস্করণ পাবেন এখানে www.hirensbootcd.net বা www.givemesolution.org
9.9 Version (177 MB)
Download Link #1
Download Link #2
Download Link #3
Download Link #4
Download Link #5
Download Link #6
Download Link #7
Download Link #8
Download Link #9

কথা বলবে গুগল ট্র্যান্সলেট

ভাষার সমস্যাকে দুর করে পৃথিবী এবং পৃথিবীর মানুষকে আরো জানতে গুগল ট্র্যান্সলেটের (গুগল অনুবাদকের) জুড়ি নেই। বর্তমানে গুগল ট্র্যান্সলেট দ্বারা এক ভাষা হতে অন্য ৫০টিরও বেশী ভাষাতে অনুবাদ করা যায়, যদিও এতে আমাদের মাতৃভাষা বাংলা নেই। http://translate.google.com থেকে টেক্সট, সম্পুর্ণ ওয়েব সাইট বা ডকুমেন্ট অনুবাদ করা যায়। এছাড়াও প্লাগইন দ্বারাও ওয়েবসাইট অনুবাদ করা যায়। সম্প্রতি গুগল ট্র্যান্সলেট দ্বারা অনুবাদকৃত লেখাকে পড়ে শোনানোর ব্যবস্থা করেছে গুগল। এছাড়াও অনুবাদকৃত লেখার ফনেটিকও রয়েছে। অনুবাদকৃত ভাষা শুনতে গুগল ট্র্যান্সলেট থেকে অনুবাদ করার পরে Listen বাটনে ক্লিক করলেই হবে।